Product Details:
গতকাল বিকেলে ঘড়িটি হাতে পেয়েছি। এক কথায় অসাধারন। তবে ডেলিভারীতে ৪ দিন লেগে গেল। নারায়নগঞ্জ থেকে আরও একটু আগে পাবার আশা করছিলাম। তবে অরিজিনাল প্রডাক্ট পেয়েছি। ধন্যবাদ সেলারকে। এখানে ছবি আপলোড এর কোন সিষ্টেম পেলাম না। তাই ছবি দিতে পারছি না। নিশংঙ্কোচে নিতে পারেন আপনারা।